অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এমপি জ্যাকবের শোক প্রকাশ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৭ ২০২০, ২১:৩২

মোবাশ্বের আলম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মৃত্যুতে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় এমপি জ্যাকব জানান, অ্যাড. মাহবুবে আলমের মৃত্যুতে আমরা একজন খাঁটি দেশ প্রেমিক, মুজিব আদর্শের সৈনিক, বিজ্ঞ আইনজীবী, মমতাময়ী ও বিশ্ববরেণ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন ব্যাক্তিত্বকে হারিয়েছি।

এমপি জ্যাকব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।