অানোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মানচেস্টারের হাইডে বিশাল যুব সমাবেশ
একুশে জার্নাল
এপ্রিল ১৯ ২০১৮, ০৩:০২
একুশে জার্নাল: বালাগঞ্জ বিশ্বনাথ ও ওসমানী নগরের যুব সমাজের উদ্যোগে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক যুব সমাবেশ এর আয়োজন করা হয় গত সোমবার ১৬ই এপ্রিল সন্ধায় গ্রেটার ম্যানচেষ্টারের হাইডের স্থানীয় একটি রেষ্টুরেন্টে। ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলতাফুর রহমান সোহেলের পরিচালনায় ও কমিউনিটি ব্যাক্তিত্ব অাব্দুল গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন অাগামী সংসদ নির্বাচনে সিলেট ২ অাসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্য অাওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অানেয়ারোজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসীনার প্রতি জোর দাবী জানান এবং বক্তারা বলেন অবহেলিত এই জনপদকে উন্নয়নের ছোয়া দিতে অানোয়ারুজ্জমান চৌধুরীর বিকল্প নেই। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বালাগঞ্জ বিশ্বনাথ ও ওসমানীনগরের প্রবাসীরা।