অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে দুই স্বেচ্ছাসেবকের মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০১৯, ১৩:৫১

অস্ট্রেলিয়ার সিডনিতে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে সিডনি যখন দাবানলে জ্বলছে তখন যুক্তরাষ্ট্রে হাওয়াইয়ে ছুটি কাটাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এজন্য সমালোচনার শিকার হচ্ছেন তিনি।

সমালোচনা শুরু হওয়ায় ক্ষমা চেয়েছেন স্কট মরিসন। তিনি তার ছুটিও সংক্ষিপ্ত করেছেন। মরিসন বলেছেন, এই সময়ে পরিবারের সঙ্গে ছুটিতে থাকার কারণে ১ জন অস্ট্রেলীয় নাগরিকও যদি ভয়ঙ্কর দাবানলের কারণে আক্রান্ত হন তাহলে আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

গত কয়েক সপ্তাহ ধরে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে অস্ট্রেলিয়া। এ দাবানলে এখন পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ৭০০ এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গেছে ১.২ মিলিয়ন হেক্টর ভূমি।