অসুস্থ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর সাক্ষাতে রাবেতাতুল ওয়ায়েজীনের নেতৃবৃন্দ
একুশে জার্নাল ডটকম
মার্চ ২২ ২০২০, ১৬:২৬

গতকাল ২১শে মার্চ শনিবার সকালে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক দারুল উলুম রাহমানিয়ার অফিসকক্ষে অনুষ্ঠিত হয় ।
রাবেতার সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা হাসান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী ও মাওলানা দেলোয়ার হোসেন মাইজী ।
বৈঠকে আগামী দিনে রাবেতার কর্মকৌশল ও কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় । দ্বীনি দাওয়াতের গুরুত্বপূর্ণ ময়দান ওয়াজ নসিহতের এই ক্ষেত্রে যারা কর্মরত, সেই ওয়ায়েজদের নানা সমস্যা ও তাদের যথাযথ ভুমিকা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার বিষয়ে সভায় পরিকল্পনা গ্রহণ করা হয় । সভায় বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা জুবায়ের আহমদ আনসারীর শারীরিক অসুস্থতা নিয়েও আলোচনা হয় ।
সভা শেষে দায়িত্বশীলবৃন্দ মাওলানা আনসারীকে দেখার জন্য বি’বাড়িয়ায় তার বাসভবনে যান । সেখানে অসুস্থ মাওলানা আনসারীর সাথে সাক্ষাতকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় । অসুস্থ আনসারী সাহেবকে দেখে উপস্থিত সকলেই আবেগপ্রবন হয়ে পড়েন ।সেখানে দায়িত্বশীলগণ অনেক সময় অবস্থান করে আনসারী সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, দোয়া করেন এবং নিজেদের জন্য দোয়া কামনা করেন ।
মাওলানা আনসারি সাহেব রাবেতার নেতৃবৃন্দকে কাছে পেয়ে অনেক খুশি হন এবং নেতৃবৃন্দের প্রতি তার ভালোবাসা, আস্থা ও আবেগের কথা জানান । মাওলানা আনসারী সাহেব জটিল রোগাক্রান্ত, এ অবস্থায় তার প্রতিষ্ঠিত প্রিয় জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসার প্রতি খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান । কথা বলতে অপারগ এই আলেমে দ্বীন তাঁর আবেগের এ কথাগুলো রাবেতার দায়িত্বশীলদেরকে লিখে দেন।