অসুস্থ ওলামায়ে কেরামের দ্রুত আরোগ্য কামনায় মেখল মাদরাসায় বিশেষ দুআ
একুশে জার্নাল
এপ্রিল ১১ ২০১৯, ১২:১৭

হাবীব আনওয়ার
ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসায় বর্তমান সময়ে অসুস্থ উলামায়ে কেরাম বিশেষ করে, হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক, হেফাজত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী, মুফতি নুর আহমদ, কাকরাইল মসজিদের মুরব্বি মুবাল্লীগে ইসলাম আল্লামা হাফেজ জুবাইর, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন ও সম্প্রতি সময়ে ইন্তেকাল হওয়া কয়েকজন বিদগ্ধ ওলামায়ে কেরাম যথা বাবুনগর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা ইউনুস রহ, জামিয়া দারুল মা’আরিফের সহকারী পরিচালক আল্লামা জসিম উদ্দিন নদভী রহ. এর জন্য দুআ করা হয়!
আজ ১০ এপ্রিল বুধবার বাদ যোহর ছাত্র শিক্ষকদের সাথে নিয়ে মাদরাসার বায়তুর রহমান জামে মসজিদে মাদরাসার মহা পরিচালক আল্লামা নোমান ফয়জী দুআ পরিচালনা করেন বলে জানিয়েছেন, মাও. জাকারিয়া নোমান ফয়জী।
উল্লেখ্য: ছাত্ররা দোয়ার পূর্বে বেশ কয়েক খতম কোরান শরীফ ও শিক্ষকগণ একটি বুখারী শরীফের খতম করেন।