অসুস্থতার কারনে রুহুল আমিন পদত্যাগ করেছেন -রাঙ্গা
একুশে জার্নাল
ডিসেম্বর ০৪ ২০১৮, ০৯:৪০
খুব শিঘ্রই মহাজোটের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার দুপুরে (০৪ ডিসেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে রুহুল আমিন হাওলাদার পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।
মহাজোটের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দলের সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এছাড়াও শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকায় রুহুল আমিন হাওলাদার পদত্যাগ করেছেন বলেও জানান তিনি।