অসামাজিক কার্যকলাপের দায়ে হাবিপ্রবির এক শিক্ষার্থীকে বহিষ্কার
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৯ ২০২০, ১৮:৩৬

একুশে জার্নাল প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের লেভেল-৪ সেমিস্টার-২ এর আলমগীর কবির নামের এক ছাত্রকে অসামাজিক কার্যকলাপের দায়ে একাডেমিক কার্যক্রম হতে ২ সেমিস্টার (চলতি সেমিস্টার থেকে) ও হল থেকে আজীবন বহিষ্কার করে রিজেন্ট বোর্ড । গত ১৫/০২/২০২০ ইং তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় এই সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হাবিপ্রবি’র প্রক্টর প্রফেসর ড.মো.খালেদ হোসেন জানান, গত ১৬/০৮/২০১৯ ইং তারিখে বঙ্গবন্ধু হলে সংঘটিত অসামাজিক কার্যকলাপের সাথে আলমগীর কবির নামের ঐ ছেলের সম্পৃক্ত থাকার প্রমাণ পায় তদন্ত কমিটি। পরে তদন্ত কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের ২০তম শৃঙ্খলা সভা তাকে একাডেমিক কার্যক্রম থেকে ১ বছর এবং হল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করলে রিজেন্ট বোর্ড তার বিরুদ্ধে এই সিন্ধান্ত দেয়।