অসহায় মানুষের পাশে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০২০, ১২:১৭

নাজমুল হোসাইন আকাশ,ঢাকা জেলা প্রতিনিধি;

করোনাভাইরাস মোকাবেলায় ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন মহল্লায় গরীব দুঃখী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশের অফিস আদালতসহ প্রায় সব কিছুই গত ২৬মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে গণপরিবহন চলাচল।

ফলে কর্মহীন হয়ে পড়েছে ঢাকার খেটে খাওয়া মানুষগুলো। এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

দেশে অঘোষিত লকডাউনে থাকা কর্মহীন এসকল মানুষের কথা চিন্তা করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় অসহায় খেটে খাওয়া মানুষদের মাঝে চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন বলেন, যেহতেু দেশের মানুষ এখন ঘরের বাইরে বের হতে পারছেনা সে কারণে গরিব অসহায় মানুষ গুলো চরম খাদ্য হীনতায় ভূগছে, এমুহূর্তে এসকল মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি একজন রাজনৈতিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সেহেতু আমার দায়বদ্ধতাও অনেক বেশি। সেই দায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছি, গত কিছুদিন থেকে আমি অসহায়দের পাশে দাঁড়িয়েছি । আজকেও আট শত পরিবারকে এই খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়েছে, যতদিন দেশে করোনাভাইরাসের প্রকোপ থাকবে, ততদিন আমাদের ত্রাণ কার্যক্রম চলবে।এ সময় তিনি আরও বলেন, আমি সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও করছি। দেশের এমন করুণ পরিস্থিতে মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই।

এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খাঁন জয় সহ বাংলাদেশ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।