অসহায়দের মাঝে আল খলীল অ্যাডুকেশন ও বরুণা মাদরাসার ত্রাণ বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১২ ২০২০, ১৮:০১

বিশ্বময় ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে বিপাকে পড়া অর্ধ হাজার আলেম সমাজ, অসচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর এবং কর্মহীন পরিবারের মধ্যে আল খলীল অ্যাডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ইউকের চেয়ারম্যান ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা বদরুল আলম হামিদীর ব্যবস্থাপনায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়।

গত ০১ এপ্রিল বরুণা মাদরাসা মাঠে উত্তর বরুণা, দক্ষিণ বরুণা, নয়ানশ্রী, ভৈরবগঞ্জ বাজার এলাকাগুলোর আলেম সমাজ, অসচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর এবং কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্ববোধন করা হয়।

২য় ধাপে, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলা। এবং হবিগঞ্জ জেলার- হবিগঞ্জ সদর, বানিয়াচং উপজেলা, মাদরাসায়ে নূরে মদীনা শায়েস্থাগঞ্জের এই অঞ্চলগুলোর আলেম সমাজ, অসচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর এবং কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়৷

৩য় ধাপে সিলেট ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা, দরগাপুর মাদ্রাসা, রফিনগর এই অঞ্চলের আলেম সমাজ, অসচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর এবং কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়৷

 

আল-খলীল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকের চেয়ারম্যান ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদী বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছেন আলেম সমাজ, অসচ্ছল, মধ্যবিত্ত, দিনমজুর এবং কর্মহীন পরিবারের লোকজন। আর তাই আল খলীল ও বরুণা মাদরাসা এই সব মানুষদের সহায়তা করাকে অগ্রাধিকার দিয়েছে। তিনি আরো বলেন, আল-খলীল ও বরুণা মাদরাসা সকল বিপদাপদে সর্বদা মানুষের পাশে ছিল, আজীবন থাকবে ইনশাআল্লাহ। এই সহযোগিতা প্রদানে যে যেভাবে সাহায্য করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যৎও পাশে থাকবেন আশাবাদী।

 

এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন আল-খলীল ও বরুণা মাদরাসার প্রতিনিধি আল-খলীল সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সাইফুর রহমান, আল-খলীল বাংলাদেশ সমন্বয়কারি মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, আল খলীল মিডিয়া বিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন যোবায়ের, মাওলানা মনিরুল ইসলাম জহির, মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা, ইসলাম আতিক হাফিজ আলমগীর হোসাইন, হাফিজ আঃ শহিদ, হাফিজ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রমূখ।