ওসমানীনগরে এতিম ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ফ্রি ইফতার কার্যক্রম
একুশে জার্নাল
এপ্রিল ২৩ ২০২০, ০৭:৪৫
করোনা মহামারীতে এতিম- অসহায়, দরিদ্র – বিধবা, প্রতিবন্ধী ও মুসাফিরদের জন্যে “স্মাইল চ্যারিটি” গোয়ালাবাজারে পবিত্র রমজান মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে।
খেজুর, বিশুদ্ধ পানি, ভুনাখিচুড়ি, পিয়াজু, জিলাপি ও চানা সহ ভিন্ন রকমের ইফতার প্যাকেট প্রতিদিন ১০০ জন রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করা হচ্ছে, ইনশাআল্লাহ। এতে প্রায় লক্ষাধিক টাকার বাজেট প্রয়োজন।
এই মহান কাজে প্রিয় মুসলিম ভাই-বোন, বন্ধু-বান্ধব ও অাত্বীয়- স্বজনদের মূল্যবান পরামর্শ, দোয়া ও সহযোগিতা কাম্য।
চ্যারিটির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রতিদিন রকমারি খাবারের মেনু নিয়ে ইফতার করতে বসবো কিন্ত আমাদের আশেপাশের অনেক এমনই রয়েছেন যাদের ইফতার করার মতো রাসুলের সুন্নাহ একটি খেজুর নেই। নেই ক্ষুধা নিবারনের ব্যবস্থা। তাই আমাদের সাধ্যমতো কিছু চেষ্টা করার প্রয়াস চালাচ্ছি।
চ্যারিটির আহবায়ক মুফতি মিনহাজ উদ্দিন মিলাদ বলেন, মানুষ মানুষের জন্যে। মানুষের হৃদয় কাঁদবে গরীব মানুষের জন্যে।
আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অন্য মানুষের উপকারের জন্যে। অনাহারীর মুখে আহার দেওয়ার জন্যে। বেমারির সেবা ইত্যাদি কল্যাণমূলক কাজের জন্যে।
পরকালে আল্লাহ মানুষকে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নি! মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমরা কিভাবে আপনাকে খাওয়াবো? অথচ আপনি রাব্বুল আলামিন। আল্লাহ উত্তর দিবেন আমার ওমুক বান্দা ক্ষুধার্ত ছিল, কিন্ত তুমি আহার দাওনি!
তাই আশেপাশে অনেকেরই করোনা ভাইরাস এর কারণে কাজ নেই, যারা রিকশা – ভ্যান ইত্যাদি চালিয়ে নিজের জিবিকা রক্ষা করতেন আজ তারা খাদ্য অভাবে রয়েছেন, তাই তাদেরকে ইফতার দেওয়ার জন্যে স্মাইল চ্যারিটি প্রতিদিন মিনিমাম ১০০ জন রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়ার উদ্যেগ নিয়েছে,
আর ইফতার করা ও ইফতার করানো উভয়টিই রাসুলের সুন্নাত, আর রাসুলের সুন্নাতই নাজাতের পথ।
তাই দুনিয়ার কামিয়াবি ও আখেরাতের মুক্তির জন্যেই স্মাইল চ্যারিটির এই আয়োজন।
ইফতার বিতরণকে বাস্তবায়ন করতে বিরামহীন কাজ করে যাচ্ছেন সংগঠনের যুগ্ম- আহবায়ক, জনাব শায়খুল ইসলাম শায়েখ, সদস্য সচিব, জনাব নজরুল ইসলাম, সিনিয়র সদস্য হাফিজ মাওলানা সাইম উদ্দিন, সদস্য: হাফিজ মিছবাহ উদ্দিন, এম কে এম নিজাম , মোহাম্মদ ফারুক আহমদ,
আব্দুল্লাহ আল মামুন,সুয়েব আহমদ,শাহ জনি আলী ,সৈয়দ আলী, মোহাম্মদ খালেদ আহমদ, অপু আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।
ইতিমধ্যে অনেকেই এই মহতি কাজে সহযোগিতার হাত বেড়িয়েছেন, আলহামদুলিল্লাহ
আল্লাহ সবার নিয়তকে কবুল করুন।
আল্লাহ আমাদেরকে খেদমতে খালকের জন্যে কবুল করুন।
আমিন।