অসহায় দিনমজুরের সহায়তায় রূপগঞ্জ ছাত্রলীগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০২০, ১৯:৫৩

মাহবুবুর রহমান/ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ;

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিকভাবে মানবিক সহায়তা হিসেবে দিনমজুর, ভিক্ষুক, হতদরিদ্র ও কর্মক্ষম পরিবারের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যশস্য (চাল) ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল_আলম_সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাছুম।

ছাত্রলীগ নেতা বলেন, ছাত্রলীগ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ক্রান্তিকালে গণমানুষের পাশে দাঁড়িয়েছে।তাই আমিও সেই ধারা অব্যাহত রাখতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করছি।