অশ্লীল পোশাক বিরোধী প্রতিবাদী নারীকে নরসিংদী থেকে গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
মে ৩০ ২০২২, ২৩:১০
নরসিংদী রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর পরিহিত অশ্লীল পোশাকের প্রতিবাদকারী এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত নারীর নাম শিলা আক্তার ওরফে সায়মা।
সোমবার (৩০ মে) নরসিংদীর শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি বলেন, সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়। এ মামলায় হেনস্তাকারী নারীকে নরসিংদীর শিবপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এর আগে ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিনস প্যান্ট ও শর্ট টপ। এমন বিব্রতকর পোশাক দেখে কড়া প্রতিবাদ জানান স্টেশনে অবস্থানরত এক নারী, পরে আরও কয়েকজন ব্যক্তিও এমন অশ্লীলতার প্রতিবাদ জানান।