অর্ধেকের বেশি যাত্রী নিয়ে যশোর ছাড়লো চিত্রা এক্সপ্রেস
একুশে জার্নাল ডটকম
জুন ০১ ২০২০, ১৪:০৬

যশোর জেলা প্রতিনিধি;
মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ২ মাস ৫ দিন বন্ধ থাকার পর অর্ধেকেরবেশি যাত্রী নিয়ে যশোর স্টেশন ত্যাগ করলো চিত্রা । রবিবার সকাল ১০টায় যশোর স্টেশন ত্যাগ করে ট্রেনটি। লোকাল ও এক্সপ্রেস মিলে অন্ততঃ ৬টি ট্রেন যশোর স্টেশন হয়ে যাতায়াত করলেও গতকাল রোববার একটি টেপ্রন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ সোমবার খুলনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা চিত্রার ।
করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ২৫ মার্চ রাতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ২ মাস ৫ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা থেকে একমাত্র চিত্রা এক্সপ্রেস সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মোট ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দেয়া হলেও বেশি যাত্রী নিয়ে ট্রেনটি যশোর স্টেশন ত্যাগ করে সকাল ১০টায়। রেলওয়ের সূত্র জানায়, চিত্রা এক্সপ্রেসের ১২টি বগিতে মোট আসন সংখ্যা ৫৭০টি। ৩৭০ জন যাত্রী নিয়ে যশোর স্টেশনে আসে ট্রেনটি। যশোর থেকে আরও ৩৫ জন যাত্রী ওঠে । স্বাভাবিক অবস্থায় যশোর স্টেশন হয়ে ৩ টি এক্সপ্রেস ও ৩ টি লোকাল ট্রেন চলাচল করতো। এক্সপ্রেস ট্রেনের মধ্যে ছিল সুন্দরবন , চিত্রা ও বেনাপোল। এছাড়া খুলনা – পার্বতীপুর, খুলনা – রাজবাগী ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ লাইনে ট্রেন চলাচল করতো ।গতকাল শুধুমাত্র চিত্রা এক্সপ্রেস ঢাকায় গিয়েছে । অন্যান্য গুলো ৩ জুন থেকে চলাচল করবে বলে খুলনা রেলস্টেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান।