অযোগ্যদের দাওরায়ে হাদীস পড়ার সুযোগ দেওয়া ইলমী খিয়ানত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১২ ২০১৯, ১৫:১৩

মাওলানা লাবীব আবদুল্লাহ

কওমী মাদরাসায় যেসব তালেবে ইলম আরবী ইবারত বিশুদ্ধভাবে পড়তে পারে না তাদেরকে মুতাওয়াসসিতায় তরক্কি বন্ধ করা হোক৷ ২০% তালেবে ইলম তাকমীলে ইবারত পড়তে সক্ষম নয়৷ এটি আমার দাবি ও অভিজ্ঞতা৷ এইসব তালেবে ইলমকে মাওলানা বা আলেমের সনদ দেওয়া ইলমী খিয়ানত৷

নাহু সরফ বালাগাত এবং আরবী আদবে একটি মার্জিনে বা প্রান্তিক যোগ্যতা যাচাই ছাড়া ছানাবিয়ায় তরক্কি বা ভর্তির সুযোগ বন্ধ করা হোক৷

সবার মাওলানা হওয়ার প্রয়োজন নেই৷ যারা আরবী পড়ার যোগ্যতা নেই তাদেরকে পাগড়ি দেবারচে ব্যবসা বা কারিগরি কোনো শিক্ষা দিয়ে জীবনমুখী পেশায় নিয়োগ ও কাজের ব্যবস্থা করা যেতে পারে৷

মেডিকেল কলেজে সবাই ভর্তির সুযোগ পায় না৷ প্রয়োজনও নেই৷ যদি ইন্টারের ফলাফলে সি গ্রেডপ্রাপ্তদের মেডিকেলে পড়ার সুযোগ দেওয়া হয় তাহলে রোগীর যা হবে যারা আরবী ইবারতও পড়তে পারে না তাদেরকে মাওলানা বানানোর অপচেষ্টায় ইলমে দীন ও ইসলামের ভুল প্রতিনিধির সনদপ্রাপ্ত হয়ে সমাজে নানা ফিতনার জন্ম নিচ্ছে৷

সবাইকে বা অযোগ্যকে দাওরায়ে হাদীস পড়ার সুযোগ দেওয়া ইতিহাসে সবচে বড় ইলমী খিয়ানত যা করছে দেশের শীর্ষ মাদরাসা৷

নিমে মোল্লা খতরায়ে ঈমান৷
নিমে তবিব খতরায়ে জান৷