অব্যক্ত অনুভূতি | নাসরিন রঙ্গনা
একুশে জার্নাল ডটকম
মে ২৪ ২০১৯, ১৭:২৪
এক অব্যক্ত অনুভূতির সম্মুখে
হয়তো আমি দাঁড়িয়েছিলাম!
নিরব আবেগের সাপেক্ষে।
হৃদয়ের অব্যক্ত কথার ফাঁকে।
হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছি,
অন্যজনের কাছে নয়
নিজের কাছে।
বিভিন্ন উত্তরের উপস্থিতির কারণে!
উত্তরের ঘুম ভাঙাতে চাইনি,
ঘুম ভাঙা উত্তর গুলো
বড্ড বদমেজাজি হয়।
কোন কিছুর তোয়াক্কা করে না।
তবুও যতটুকু অনুভূতি
ততটুকুই সহনুভূতির রেখা!
কদাচিৎ ভুলের সমাহার।
এ ভুল নয় এক প্রেম নিবেদন ;
যা আমি অনুভব করেছি
তা তুমি নও।
তাই আমি একা ফিরছি
প্রশ্নহীন লোকালয়ে।
বিনয়ের তরে –
বিদায় বিদায় বলে।