অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না: এ্যানি
একুশে জার্নাল ডটকম
মার্চ ০২ ২০২২, ২০:২৩
লক্ষ্মীপুর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এদেশের টাকা সব বিদেশে প্রচার করছে আওয়ামী লীগ সরকার ও তার দলের এমপি-মন্ত্রী ও বড়-বড় নেতারা। এজন্য দিনদিন দ্রব্যমূল্য দাম বাড়ছে। কিছুই নিয়ন্ত্রণ হচ্ছে না দ্রব্যমূল্য। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ সরকার পালা বার পথ খুঁজে পাবে না। যতদিন নিরপেক্ষ নির্বাচন না হবে। ততদিন দ্রব্যমূল্য দাম লাগামহীন থাকবে। সাধারণ মানুষ পরিবর্তন চান। সাধারণ মানুষ নিরবে কাঁদছে। অসহায় মানুষ গুলোর চারপাশ অন্ধকার দেখছে।
(০২ মার্চ) বুধবার বিকেলে এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল-তেলসহ প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুু’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল), কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি এডভোকেট বেলাল হোসেন (লাভলু), কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাছিবুুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা নিজাম উদ্দিন উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।