অবশেষে স্থগিত হলো চট্টগ্রাম সিটিসহ সকল উপনির্বাচন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২০, ১৮:৪২

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও দুই সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পরিষদের আরও কয়েকটি ভোট স্থগিত করা হয়েছে।

করোনা আতঙ্কে আপত্তি থাকা সত্ত্বে বাংলাদেশে আজ ঢাকা-১০ আসনসহ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। তবে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

শেষ পর্যন্ত বিভিন্ন মহলের সমালোচনার মুখে এবং ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বিবেচনায় আগামী ২৯ মার্চের ভোট স্থগিতের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।