অবশেষে নারায়ণগঞ্জ জেলায় হচ্ছে করোনা পিসিআর ল্যাব
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৮ ২০২০, ১৫:২০

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রীজ সংলগ্ন বেস্টওয়ে সিটিতে করোনা পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ইতিমধ্যে করোনা টেস্টের পিসিআর মেশিন ও ভেন্টিলেটর সহ যাবতীয় সরঞ্জাম আনা হয়েছে।
রূপগঞ্জে অবস্থিত বেসরকারি হাসপাতাল ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রূপগঞ্জ কাঞ্চন ব্রীজ সংলগ্ন বেস্টওয়ে আবাসন প্রকল্পের নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে এবং আগামী ৪/৫ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত বিষয় ও সূত্রের আলোকে এবং ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর পরিচালকের আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি প্রদান করা হলো।
১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জের স্থানীয় সাংসদ, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর ব্যক্তিগত অর্থায়নে ইতিমধ্যেই করোনা পরীক্ষার পিসিআর মেশিন ক্রয় করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অবগত আছেন এবং এ বিষয়ে উৎসাহিত করেছেন। রূপগঞ্জের ইউ-এস বাংলা হসপিটাল কর্তৃপক্ষের সহযোগিতায় কাঞ্চন ব্রীজ সংলগ্ন বেস্টওয়ে সিটির নির্জন স্থানে এই ল্যাব স্থাপনের কাজ চলছে। আগামী ৪/৫ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হবে।
মন্ত্রী বলেন, করোনা টেস্টের জন্য এটি একটি উপযুক্ত স্থান। নারায়ণগঞ্জ জেলা সহ আশেপাশের এলাকার লোকজন সহজেই এখানে টেস্ট করাতে পারবে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতিতে মন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ, টেস্ট ল্যাব ও আইসোলেশান সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক সহযোগিতা করছে। ইতিমধ্যে ল্যাব স্থাপনে পিসিআর মেশিন ও ভেন্টিলেটর সহ যাবতীয় প্রয়োজনীয় মেশিনারি ক্রয় করা হয়েছে।
এদিকে বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জুড়ে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯ জনে।এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় মাত্র ৫ জন।এ সংখ্যা সর্বোচ্চ ১৮৯ জন নারায়ণগঞ্জ মহানগর এবং সদর উপজেলায় ২৩৮ জন। হিসাব মতে এটাই করোনার আঞ্চলিক হটস্পট। ফলে ল্যাব স্থাপনের প্রয়োজন ছিল শহর এলাকায়।
এদিকে শহরবাসী অনেকেই মনে করেন রূপগঞ্জে স্থাপিত ল্যাবের সুবিধা শহরের মানুষ খুব একটা পাবেন না। কারণ হিসেবে তারা মনে করেন, নারায়ণগঞ্জ শহর থেকে রূপগঞ্জের কাঞ্চন ব্রীজের কাছে পৌঁছতে যে সময় লাগে তারচেয়ে কম সময়ে ঢাকায় অনায়াসে পৌঁছা সম্ভব। তারপরও তারা এ ল্যাব স্থাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং রূপগঞ্জের মন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানান। সেইসাথে শহরে এমন একটি ল্যাব স্থাপন না হওয়ায় কারণে ক্ষোভ প্রকাশ করেন। এই ব্যার্থতার জন্য মহানগরের মেয়র ও স্থানীয় এমপিদেরকে দ্বায়ী মনে করেন।