অবশেষে তালেবান যোদ্ধাদের মুক্তি দিল আফগান সরকার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৪ ২০২০, ১২:৪৭

এবার হয়তো শান্তি ফিরবে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে। কেননা শেষ পর্যন্ত সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছতে সক্ষম হয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান। যার প্রেক্ষিতে তাদের যোদ্ধাদের মুক্তি প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। যদিও মার্কিন-তালিবান আলোচনার মূল বিষয়ও ছিল মার্কিন সেনা প্রত্যাহার ও আফগান যোদ্ধাদের মুক্তি।

আফগানিস্তানে তালিবানদের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু করতে শেষ বাধাটুকুও সরিয়ে নেওয়া হয়েছে। তালিবান যোদ্ধাদের দাবির মুখে তাদের বন্দি ৪০০ হাইপ্রোফাইল যোদ্ধাকে মুক্তি দিতে রাজি হয়েছে দেশটির সরকার।

বন্দিদের মুক্তি দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৮০ জনকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তান সরকারের সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জাভিদ ফয়সাল। টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এর ফলে তালিবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রচেষ্টা ‘আরও দ্রুততর এবং দেশজুড়ে যুদ্ধ বিরতি আরও দীর্ঘস্থায়ী’ হবে বলে দাবি জাভিদ ফয়সালের।

আফগানিস্তান সরকারের কারাগারে মুক্তি পাওয়ার অপেক্ষায় যে ৪০০ তালিবান সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে আফগান নাগরিক ও বিদেশিদের হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তিন দিনের আলোচনা শেষে দেশটির আইন সভা লয়া জিরগায় গত শনিবার (৮ আগস্ট) এসব তালিবান বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত পাস হয়। সে অনুযায়ীই তাদের মুক্তি দিচ্ছে আফগানিস্তান সরকার।

বন্দিদের ছাড়ার সময়টাতেই আফগানিস্তান সরকার ও তালিবান উভয় পক্ষ কাতারের দোহায় শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত হলে জানিয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের সরকার এরই মধ্যে প্রায় পাঁচ হাজার তালিবান বন্দিকে মুক্তি দিয়েছে। যদিও শেষ দিকে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে অনেকটা বেঁকে বসেছিল তারা।