অবশেষে আনুষ্ঠানিকভাবে আরিফুল হক জয়ী

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১১ ২০১৮, ১২:৫৪

অবশেষে সিলেট সিটি নির্বাচনে বিশদলীয় জোটের প্রার্থী আরিফুল হক বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সিসিকের স্থগিত হওয়া দু’টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর আরিফুল হকের বিজয় নিশ্চিত হয়। এই দুই কেন্দ্রের মোট ৪৭৮৭ ভোটের মধ্যে ২৬২ পেলেই আরিফের জয় নিশ্চিত হয়ে যেতো। তবে তিনি দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন মোট ২১০২ ভোট।

সব কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী বদর উদ্দীন আহমদ কামরান থেকে মোট ৬ হাজার ২০১ বেশী ভোট পেয়ে বিজয়ী হলেন আরিফুল হক চৌধুরী।

গত ৩০ জুলাইয়ের সিটি নির্বাচনে ভোটে আরিফুল হক এগিয়ে থাকলেও স্থগিত এই দুই কেন্দ্রের জন্য অপেক্ষায় ছিলেন তিনি। তবে আজ অনুষ্ঠিত হওয়া দুই কেন্দ্রের নির্বাচন নিয়ে নির্ভার ছিলেন আরিফুল হক। কারন অনেক জটিল সমীকরণের মধ্যে আরিফুল হককে টপকে কামরান বিজয়ী হওয়া অসম্ভবই ছিলো।