অনির্দিষ্টকালের জন্য হাটহাজারী মাদরাসা বন্ধ ঘোষণা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৮:৫৫
অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ করছে ছাত্ররা।
এর আগে বুধবার রাতে ছাত্রদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেয় হয়।
আরো পড়ুন: হাটহাজারী মাদরাসা বন্ধের নির্দেশ প্রত্যাখান আন্দোলনরত শিক্ষার্থীদের