অধ্যাপক মুজাহিদুল ইসলামের ইন্তেকালে যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের শোক
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৫ ২০১৯, ১৭:২৫
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজীউন
খেলাফত মজলিস বরিশাল মহানগরী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি অধ্যাপক এ টি এম মুজাহিদুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
যৌথ শোকবাণীতে খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র সভাপতি ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাসেম
এবং শাখা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ জসিম বলেন অধ্যাপক মুজাহিদ ভাই ছিলেন দ্বীনি আন্দোলনের নিবেদিতপ্রাণ একজন কর্মী, তিনি আমৃত্যু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থেকে বিভিন্ন পর্যায়ে বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
তার মতো মেধাবী,খোদা ভীরু একজন দ্বীনি ভাইকে হারানো বড়ই বেদনাদায়ক।
তার কর্মময় জীবনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য অধ্যাপক মুজাহিদুল ইসলাম ৪ সেপ্টেম্বর সকাল ৭ ঘটিকায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।