অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকাল, জানাজা আজ বাদ আসর
একুশে জার্নাল
অক্টোবর ১১ ২০১৯, ১৪:২৪
ইসলামী আন্দোলন বাংলাদেশ-‘র যুগ্ম মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ (১১অক্টোবর) শুক্রবার সকাল ১০.৪০ মিনিটে রাজধানীর ফার্মগেট রাজা বাজারস্থ তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ আসর রাজধানীর শেরে বাংলা নগর টিএন্ডটি মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলকে তার জানাযায় শরিক হওয়া ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়ার আবেদন জানানো হয়েছে।