অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১১ ২০১৯, ২২:৪০

বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন,দীর্ঘ রাজনৈতিক জীবনে এটিএম হেমায়েত উদ্দিন বাংলাদেশের ইসলামী আন্দোলনের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।তাহার ইন্তেকালে ইসলামী রাজনৈতিক অঙ্গনে আমরা বিরাট শূন্যতা অনুভব করছি।

নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।