অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১০ ২০২০, ১৪:০৭
সাতক্ষীরা প্রতিনিধি: ন্যায্য মূল্যের থেকে বেশি মূল্যে মাস্ক বিক্রি করায় ফাল্গুনী বস্ত্রালয় নামে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কুড়ি হাজার (২০,০০০/-) টাকা জরিমানা করা হয়েছে। সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন ফাল্গুনী বস্ত্রালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়,করোনা ভাইরাস প্রতিরোধ করতে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দিক নির্দেশনা মোতাবেক শহরের কাপড়ের দোকানে, ঔষধের দোকানে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অধিক মূল্যে যেন বিক্রয় করা না হয় তার জন্য সাতক্ষীরা শররের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন ন্যায্য মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রয় করায় ফাল্গুনী বস্ত্রালয়কে কুড়ি হাজার (২০,০০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে করোনা ভাইরাসকে পুজি করে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করে জনগণকে কষ্ট দিলে বা গুজব ছড়ালে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।