অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৭ ২০২০, ০০:০৮

মারজান আহমদ, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ব্রাহ্মণ বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে এবং স্বাস্থ্যবিধির শর্ত ভঙ্গ করায় দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলার ব্রাহ্মণবাজারে দাম মনিটরিং এর অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যাচাই করা হয়। এসময় অধিক মূল্যে পেয়াজ বিক্রির অপরাধে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা (২০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধির শর্ত ভঙ্গ করে মাস্ক পরিধান না করার কারনে দুই জন ব্যক্তিকে ৭০০/ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।