অক্সিজেনের অভাবে মৃত্যু মানুষ হত্যার শামিল: আ স ম রব
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৪ ২০২১, ২৩:৩৫

শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক। এ মৃত্যু মানুষ হত্যার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
রবিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।
জেএসডি নেতারা বলেন, ‘উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা অপ্রয়োজনে ব্যয়, সীমাহীন দুর্নীতি, অবাধ লুণ্ঠন, রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় এবং লক্ষ কোটি টাকা পাচারের তীর্থভূমির দেশে করোনায় বিনা চিকিৎসায় মৃত্যু অগ্রহণযোগ্য।’
বিবৃতিতে অভিযোগ করা হয়, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় থেকে মানুষের অবিরাম মৃত্যু সরকারের বিবেক জাগ্রত করেনি। অথচ এখনও মুখে উন্নয়নের ফুলঝুরি আর আত্মতুষ্টির বাগাড়ম্বরে সরকারকে সয়লাব করতে দেখা যায়। করোনা মহামারিকালে পরপর দুটি বাজেটের একটিতেও জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং আইসিইউ স্থাপন করা হয়নি। এ নিষ্ঠুর নির্মমতা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।