মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বললেন ট্রাম্প

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১০:৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মোদির মেজাজ ও স্পিরিটের প্রশংসা করে তাকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করেন তিনি।

আর এর পরিদিনই (বুধবার) মোদির হাতে ‘গ্লোবাল গোলকিপার’ অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দেয় বিল গেটস অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন। ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই।

মঙ্গলবার নিউইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন জাতীয়তাবাদ ধারার সমমনা দুই রাষ্ট্রনেতা। সেখানে মোদি ও তার নেতৃত্বাধীন সরকারেরও প্রশংসা শোনা যায় মার্কিন প্রেসিডেন্টের মুখে।

ট্রাম্প বলেন, আগে ভারতের অবস্থা খারাপ ছিল, যা নিয়ে ভারতবাসীদের মধ্যে অসন্তোষ ছিল। কিন্তু, মোদি সবাইকে একত্রিত করে কাজ করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলে থাকি।

রোববার হিউস্টনের সভায় ট্রাম্পের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন মোদি। এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে কিছুটা আগ বাড়িয়েই বলেছিলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’, যা ঘিরে দেশের মাটিতে সরব হয়েছিল বিরোধীরা। মঙ্গলবার যেন সেই প্রশংসারই প্রত্যুত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের প্রশংসার ঘোর না কাটতেই স্বচ্ছ ভারত অভিযানের বিশ্ব-স্বীকৃতি হিসেবে বুধবার ‘গ্লোবাল গোলকিপার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মোদি। বুধবার নিউইয়র্কে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফে পুরস্কার তুলে দেয়া হয় প্রধানমন্ত্রী মোদির হাতে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় আসার পর এ প্রকল্প চালু করেছিলেন। মার্কিন মুলুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ পুরস্কার নেয়ার পর বলেন, তার স্বপ্ন ছিল স্বচ্ছ ভারত অভিযান বা ক্লিন ইন্ডিয়া মিশন করার।

একুশে জার্নাল/ইএম