কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২১ ২০১৯, ১২:৩০

কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এনিয়ে শিগগিরই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবারো কথা বলবেন বলে মঙ্গলবার (১৯ আগস্ট) সাংবাদিকদের জানান। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ভৌগোলিকভাবে কাশ্মীরের অবস্থান খুবই জটিল। সেখানে হিন্দু, মুসলিম সবাই বসবাস করে। আমি বলব না যে তারা এখন একসঙ্গে খুব ভালো আছে।’

কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল আমেরিকা। এ বিষয়ে নমনীয় ভাষা ব্যবহারের জন্য ইমরান খানকে পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুইবার ইমরান খানকে ফোন করেন ট্রাম্প।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও টেলিফোনে কথা হয় ট্রাম্পের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ট্রাম্পের সঙ্গে প্রায় ৩০ মিনিটের কথোপকথনে পাকিস্তানি নেতাদের ‘চরম বাকবিতণ্ডা এবং ভারতবিরোধী সহিংসতায় উসকানি দেওয়ার’ বিষয়টি উত্থাপন করেন মোদি।

গত ৫ আগস্ট ভারতের বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়। জম্মু-কাশ্মীর রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টির সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং বাণিজ্যিক সম্পর্কও বিচ্ছিন্ন করে। এদিকে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পদক্ষেপকে একটি অভ্যন্তরীণ বিষয় বলে বিবেচনা করছে।