ছোটদের চমৎকার একটি বই: EVERYDAY WITH ME (প্রতিদিন আমার সাথে)

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২১, ১৯:০৪

কে এম আব্দুল্লাহ আল মামুন: “আরবী, ইংলিশ, বাংলা”-ভাষার সমন্বয়ে বয়স অনুপাতে এক মলাটে পাঁচ লেভেলে বিভক্ত একটি বই “EVERYDAY WITH ME” (প্রতিদিন আমার সাথে)।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্য তালিকাভুক্ত করার উপযোগী মূল্যবান এ বইখানা সংকলন করেছেন তরুণ আলেম ও শিক্ষক, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ফুজায়েল আহমাদ নাজমুল (Fujail Ahmad Najmul)। জীবনের সোনালী সময়গুলো ব্যায় করে দেশ বিদেশে শিশুদেরকে ইসলামী শিক্ষা দিতে গিয়ে লেখক যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তার নির্যাসই হচ্ছে “এভরিডে উইথ মী”-বইখানা।

দৈনন্দিন জীবনে অনুশীলনযোগ্য অনেক মণি মুক্তা রক্ষিত আছে বইটির ভেতরে। শুধুমাত্র ছোটদেরই নয় বড়দেরও অনেক কিছু শেখার আছে আলোচ্য বই থেকে। মোট কথা নিজের নিত্য সঙ্গী করার মতো একটি বই এটি। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে “Everyday with Me”-বইয়ের নামকরণটি যথার্থ ও স্বার্থক হয়েছে।

জনৈক মণিষী বলেছিলেন “Free the Adult, Save the Children & Nurse the Baby” বৃদ্ধকে মুক্তি দাও, যুবককে বাঁচাও আর শিশুকে সংরক্ষণ করো”-শিশুদের রক্ষা কবচ হিসেবে কাজ করার মতো একটি বই উপহার দিয়ে লেখক যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ফলে লেখকের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ না করাটা নিতান্ত কার্পণ্যই বটে।

বইটি মূলত ইউরোপের বাংলা ভাষাভাষী শিশুদের উপযোগী করে লেখা হলেও বাংলাদেশেও বইটি পাঠযোগ্য বটে। একজন মুসলিম সন্তানের জন্য অতীব গুরুত্বপূর্ণ সকল বিষয়ই সন্নিবেশিত হয়েছে “Everyday with Me” বইখানায়। প্রতিটি অধ্যায়ের অর্জিত শিক্ষার আলোকে পৃথক পৃথক অঙ্গীকার করিয়েছেন লেখক শিশুদের দিয়ে। ফলে একজন শিশু প্রতিনিয়তই আত্ম-সমালোচনার সুযোগ পেয়ে নিজের মানকে উত্তরোত্তর বৃদ্ধি করার প্রয়াস পাবে।

প্রচ্ছদের ভাষা চমৎকার। একটি শিশু তার বিলাসবহুল বাসা থেকে ফুলেল সৌরভ মাতানো আঙ্গিনা পেরিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে যাচ্ছে। সেই সাথে সে কুরআন, হাদীস, আক্বাঈদ, ফিক্বহ, আদাব, তাজবিদ আর মাসনুন দোয়া-এই বিষয়গুলোর দ্যুতি ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। কভার পেইজের শেষ পৃষ্ঠায় রয়েছে শপথবাক্য -“Always speak the truth and will never tell a lie”. “সদা সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো না”-এরকম বারোটি শপথ বাক্য।

রাহমা ফুজায়েলের আন্তরিক ব্যবস্থাপনায় ও সবুজ কন্ঠ পাবলিকেশন্স প্রকাশিত মানোত্তীর্ণ-এ বইটি ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেন ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।

কভার-ইনার সহ পুরো বইটাই দৃষ্টিনন্দন ডিজাইনে চার কালারে ছাপা। ম্যাট ও স্পট লেমুনেশন সহ কভার ৩৫০ গ্রাম বোর্ড, ইনার ১২০ গ্রাম ম্যাট পেপার। আবার ডবল সেলাইয়ে টেকসই বাঁধাই। ২১৬ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশের জন্য রাখা হয়েছে মাত্র ৪০০/- (চারশো টাকা)। সময়ের তুলনায় তা অত্যন্ত কম এবং অবশ্যই তা তপাঠক পাঠিকার ক্রয়ক্ষমতার ভেতরে থাকবে বলে আমি আশাবাদী।

প্রবাদ আছে, “ভালো হতো, যদি আরো ভালো হতো”। অতএব চাহিদার কোন শেষ নেই। সকল চাহিদা বা ইচ্ছে পুরণ করাও সম্ভব নয়। তবুও বলবো, বইটিতে মানব অবয়ব ব্যবহারের বিষয়ে একজন পাঠককে সমালোচনা করতে শুনেছি। পরবর্তী সংস্করণে লেখক বিষয়টি বিবেচনায় রাখতে পারেন।

আমি বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করত লেখকের সুস্থতার সাথে দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তাঁর দ্বীনের তরে কবুল করুন। আমীন।।

বইটি বাংলাদেশে পাওয়া যাবে


•পরিপাটি

দোকান নং-৪৬, ইসলামী বই মার্কেট

বায়তুল মোকাররম (পূর্ব গেট) ঢাকা।

 

•মোহাম্মদী বুক হাউস

১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা। 

 

•মাকতাবাতুল আযহার সিলেট

হাজি কুদরত উল্লাহ মার্কেট (১ম তলা)

বন্দর বাজার, সিলেট। 

•কুরিয়ারে পেতে: 01886550100