করোনাভাইরাস: সিলেটে আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৬০

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৯ ২০২১, ১৯:৩৩

সিলেটে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৬০ জন।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট বিভাগে আজ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে ৬৬৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৩২ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৬৬০ জন রোগীর মধ্যে ৩৮৬ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৩০ জন, হবিগঞ্জের ৫৩ এবং ৯১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

সূত্র জানায়, আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৪ হাজার ২৬৪ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জে ৪ হাজার ৪০০ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন রয়েছেন।

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট টেস্টের ৪০.৪৯ শতাংশই করোনা আক্রান্ত। এর মধ্যে সিলেট জেলায় ৪২.৭৫ শতাংশ, সুনামগঞ্জে ৩২.৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০.১৫ শতাংশ এবং মৌলভীবাজারের ৪৫.৭৩ শতাংশ।

সূত্রে আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৪০ জন, হবিগঞ্জ জেলার ১৯ জন এবং ২৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিভাগে এ পর্যন্ত ২৯ হাজার ৯০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৬০২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৬৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৫৭ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫৮৩ জন।

শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৬ জন, হবিগঞ্জ ৪ এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।

আজ সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩৮৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৯ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৬০ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৩৩ জন। এসময়ে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে।’