বিধি হে – খোরশেদ আলম বিপ্লব

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১১ ২০১৯, ০১:১৫

কত রূপে রূপায়িত তুমি বিধি হে

কেহ চিনিতে নাহি পারে,

যে চিনেছে সে পাইয়াছে

এই ভুবনের পরে।

কত সাজে সাজালে তুমি

খেলিয়া প্রেমের খেলা,

এসেছি একা যাইবো একা

ভাসায়ে শমন ভেলা।

তোমারই তরে মানব কূলে

দিলে যে পাঠাইয়া,

হিসাবের খাতা শূন্য আজি

দেখি হৃদয়ের চোখ মেলিয়া।

এই স্বল্প ভুবনের রঙ্গ মায়ায়

দম্ভ অট্রালিকা টাকা কড়ি,

বিধির বিধান ভুলিয়া রহিয়াছো

পাইয়া সুন্দর নারী।

আসমান ভরা চাঁদের কিরণ

জমিনে ভরা ফসল,

একদা সবি নিবে যে কাড়ি

সৃষ্টির জল ও স্থল।

দুর্দিনে কেউ রইবে না তোমার

ভাবিয়া দেখো যে মনে,

যেথা হতে এসেছো জন

সেথা যাইবে চলে।

দিয়াছে বলে বিধি সবই

নেইতো কারো অজানা,

অজানা কে জানতে হলে

খোঁজো বিধির ঠিকানা।

আজি বিধি এই মিনতি

তোমার চরণ তলে,

আপন কৃপায় পার করে নিও

মেরোনা ডুবাইয়া অতলে।

তাই ভাবি কত রূপে রূপায়িত বিধি হে

কেহ চিনিতে নাহি পারে,

যে চিনিবে সেই পাইবে

শেষ ভুবনেরও পরে।

খোরশেদ আলম বিপ্লব।

লেখক ও মানবাধিকার কর্মী।