যুক্তরাজ্য সাউথ শাখার উদ্যোগে তারবিয়াহ মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ১৭ ২০২৫, ০১:৪৭
যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মজলিস কর্মীদেরকে
জ্ঞান ও দক্ষতায় আরো বলিষ্ঠ হতে হবে -অধ্যাপক মাও আব্দুল কাদির সালেহ
এ সবুজ শ্যামল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হল মানব সমাজ। যা মহান খালিক্ব আল্লাহ সুবহানাহু ওতায়ালা তার নিজ খলিফা হিসাবে এ জমিনের জন্য সৃষ্টি করেছেন। কিন্ত মানুষ তার সৃষ্টি কর্তাকে ভূলে ভিন্ন পন্থায় সফলতা খূজতে গিয়ে দিক ভ্রান্ত হয়ে গেছে। যার কারণে অনাচার অবিচার হানাহানি রক্তপাত সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ হল রাসূলুল্লাহ (সাঃ ) এর প্রদর্শিত পথে খেলাফত ভিত্তিক সমাজ ব্যবস্থার পূণ প্লতিষ্ঠা।
খেলাফত মজলিস সাউথ শাখার এর দায়িত্বশীল তরবিয়তী মজলিসে সংগঠনের কেন্দ্রিয় নায়েবে আমীর অধ্যাপক মাও আব্দুল কাদির সালেহ উপরোক্ত কথা বলেন। ১৫ ই অক্টোভর’২৫ তারিখে সংগঠনের সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সহসেক্রেটারী হাফিজ আব্দুল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত এক দায়িত্বশীল তরবিয়তী মজলিসে বিশেষ আলোচক হিসাবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মুনতাসির আলী বলেন চ্যালেঞ্জিং এ যুগে আল্লাহর দ্বীন কে তার জমিনে সুপ্রতিষ্ঠিত করতে খেলাফত প্লতিষ্ঠার সংগ্রামীদের জ্ঞান ও দক্ষতায় আরো বলিষ্ঠ হতে হবে। গতকাল লন্ডন সময় সন্ধ্যা ৭ টায় ইষ্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ হলে অনুষ্ঠিত সাউথ শাখা অন্তর্গত বিভিন্ন শাখার নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এ তরবিয়তী মজলিসে বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আলহাজ সদরুজ্জামান খান, কেন্দ্রীয় উপদেষ্টা ও ইউরোপ জুনের সহপরিচালক মাও শওকত আলী। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত রাত ব্যাপী এ তরবিয়তী মজলিসে অন্যান্য কর্মসুচীর মধ্যে ছিল দারছুল কুরআন, বিয়য় ভিত্তিক আলোচনা, প্রশ্ন উত্তর ও রাতের খাবার গ্রহণ প্রবৃতি।

(প্রেস বিজ্ঞপ্তি)


