বিক্ষোভে উত্তাল দিল্লির জামিয়া মিল্লিয়া, আলীগড় ভার্সিটির ইন্টারনেট সেবা বন্ধ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৪ ২০১৯, ১৯:৫০

ভারতে সম্প্রতি পাস হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দিল্লির জামিয়া মিল্লিয়া ভার্সিটির ছাত্রদের চলমান আন্দোলনে পুলিশের আক্রমণে সাংবাদিকসহ অনেক ছাত্র আহত হয়।

বিতর্কিত নাগরিকত্ব বিল বাতিলের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়নের ব্যানারে গতকাল শুক্রবার থেকেই দফায় দফায় আন্দোলনে নামছে জামিয়া মিল্লিয়ার ছাত্ররা।

আন্দোলন দমাতে পুলিশ লাটি চার্জ, এবং টিয়ার শ্যাল নিক্ষেপ করছে। পুলিশি আক্রমণে সাংবাদকর্মী সহ অনেক ছাত্র আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে শরিক হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।

এদিকে গতকাল থেকেই আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল জুমআর পর বিশাল বিক্ষোভ করে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। ছাত্রদের আন্দোলন দমাতে নেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করছেন ছাত্র নেতারা। উম্মিদ ডট কম অবলম্বনে