অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আল্লামা আহমদ শফী, দেশবাসীর দোয়া কামনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৮ ২০২০, ১৩:৫০

হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আল্লামা শাহ আহমদ শফীকে।

আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  আল্লামা আহমদ শফী বর্তমানে ডাক্তার ইব্রাহিমের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। স্যালাইন চলছে বলে জানা গেছে। তবে আশঙ্কার কিছু নেই বলে জানান তাঁর চিকিৎসকরা।

হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।