দিনাজপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের পর হত্যা : ৩ আসামি গ্রেপ্তার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১১ ২০১৯, ২৩:০৮

দিনাজপুরে পরীক্ষা দিতে যাওয়ার সময় এক মাদরাসাছাত্রীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৩ জন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

এর আগে গতকাল শনিবার ঢাকা ডিএমপির আদাবর থানা পুলিশের সহযোগিতায় আসামিদের আটক করে কোতয়ালী থানা পুলিশ।

আসামিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উথরাইল দক্ষিণ কামাতপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে সামসুজ্জোহা (২০) ও একই এলাকার ইউসুফ আলীর ছেলে শাহরিয়ার কবির ইমন (২৩) এবং পার্বতীপুর উপজেলার পুরাতন ঈদগাহ মাঠ গলি এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে আব্দুল খালেক (৩৫)।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার সময় উথরাইল দক্ষিণ কামাতপাড়া এলাকার এনামুল হকের মেয়ে সাদিয়া আফরিন মেঘলাকে (১৫) মাইক্রোবাসে করে অপহরণ করে। এই ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।