আল্লামা আশরাফ আলীর জানাযায় ইমামতি করলেন আল্লামা আহমদ শফী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ৩১ ২০১৯, ২০:৪৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হল দেশের বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা আশরাফ আলী রহ.-এর জানাযার নামায। অসিয়ত অনুযায়ী জানাযা শেষে নিজ পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়। জানাযায় অংশ নিতে আল্লামা আশরাফ আলী রহ.-এর নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসা মাঠে নামে লাখো মানুষের ঢল। রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকেই হাজার হাজার আলেম ও লাখো দ্বীনপ্রিয় মানুষ উপস্থিত হন জানাযায়। বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহও অংশগ্রহণ করেন আল্লামা আশরাফ আলীর জানাযায়।

আল্লামা আশরাফ আলী ছিলেন একাধারে হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান, বেফাকের সিনিয়র সহ-সভাপতি, রাজধানীর মালিবাগ জামিআর শাইখুল হাদিস ও প্রিন্সিপাল এবং দেশের অনেক মাদরাসার পৃষ্ঠপোষক।

জানাজা পূর্ব আল্লামা আশরাফ আলীর স্মরণে বক্তব্য রাখেন বেফাক ও হাইআতুল উলয়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিশিষ্ট অনেক আলেম এবং বিভিন্ন ইসলামি দলের সিনিয়র নেতৃবৃন্দ।

জানাজা নামাজ পূর্ব বক্তব্যে আল্লামা আশরাফ আলী রহ. সারাজীবনের অনেক অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। মৃত্যুর পূর্বও তিনি উম্মাহর জন্য কল্যাণকর চিন্তা করেছেন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার আবেদন রেখেছেন সরকারের কাছে। তিনি আমাদের আদর্শ। আহলে সুন্নত ওয়াল জামাত ও আহলে হক ওলামায়ে কেরামের আদর্শ।

আল্লামা আশরাফ আলী রহ.-এর মৃত্যুর আগে অসিয়ত করেছিলেন তাকে যেন তার পিতার কবরের পাশে দাফন করা হয়। সে অনুযায়ী তাকে কুমিল্লায় দাফন করা হয়েছে এবং সেখানেই তার জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আল্লামা আশরাফ আলী সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।