হিন্দুদের জন্য বাবরি মসজিদের জমি দেয়ায় মুসলমানদের ওপর চাপ পড়বে : পাক পররাষ্ট্রমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৯ ২০১৯, ১৩:০৩

বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দেয়ায় ভারতের মুসেমানদের ওপর চাপ পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাহ কোরেশি।

বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার পর এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। খবর ডেইলি জং।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাবরি মসজিদের রায় দেয়ার জন্য ভারতের সুপ্রিমকোর্টের ওপর চাপ ছিলো। এটা মোদির ঘৃণার রাজনীতির প্রমাণ। নয়ত এত আচমকা কেন রায় ঘোষণা করা হবে?

মাহমুদ শাহ কোরেশি বলেন, রায়ের পূর্ণ বিবরণ পড়ার সুযোগ এখনো হয়নি। পররাষ্ট্র দফতরের বিবরণ পড়ার পর বিস্তারিত পতিক্রিয়া জানাবো।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। পাঁচজন বিচারক একের পর এক রায় পড়ে শুনিয়েছেন।