বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৭ ২০১৯, ১৯:৪৭

এহসান বিন মুজাহির: মৌলভীবাজারে বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির আয়োজনে ষষ্ঠ বারের মত মৌলভীবাজার সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি কিন্ডারগার্টেন স্কুল এবং ৫টি মাদরাসার ৫৯৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে গতকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন-প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ছেলে সমাজসেবক শফিউর রহমান বাবু, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম, বাহারমর্দান জয়গুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রুপিয়ান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আউয়াল, আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্ঠা আহমেদুর রহমান নান্না, সিনিয়র উপদেষ্টা সিরাজুল ইসলাম পিপুল। আরো উপস্থিত ছিলেন-বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির সভাপতি মনজু হক, সহ-সভাপতি মোয়াইমিনুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক আব্দুস সোবহান রাসেল, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়কের মো. রাহি আহমদসহ এলাকার শিক্ষানুরাগী, ক্লাবের উপদেষ্টামন্ডলী, সাংবাদিকবৃন্দদ, ক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও ক্লাবের সাধারণ সদস্যরা।