কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শতাধিক দেশকে আমন্ত্রণ জানালো মিসর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৮ ২০১৯, ২০:১৮

সংখ্যালঘু মুসলিম দেশসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও ল্যাটির আমেরিকার শতাধিক দেশের প্রতিনিধিদেরকে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে মিসরের আওকাফ মন্ত্রণালয়। ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিশ্বের একশ’রও বেশি দেশকে এই আমন্ত্রণ জানানো হয়।

জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হবে আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতা। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোসহ শুধু আফ্রিকা মহাদেশ থেকেই অংশগ্রহণ করবে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। এছাড়া রাশিয়া, বলকানস, সার্বিয়া, বসনিয়া, বুলগেরিয়া এবং গ্রিসকে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

ইউরোপ এবং ল্যাতিন আমেরিকার দেশগুলোকেও এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছে মিসরের আওকাফ মন্ত্রণালয়। মুসলিম সংখ্যালঘু দেশগুলোকেও প্রতিনিধি পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

উল্লেখ্য যে, গত বছর মার্চ মাসে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে প্রতিযোগিতায় বিশ্বের ৬০ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এর মধ্যে শুধু আফ্রিকা থেকেই ৩০ দেশ অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার প্রাইজমানি ছিল ১০ লাখ পাউন্ড।