নিবন্ধন সংক্রান্ত বেফাকের জরুরি নির্দেশনা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৩ ২০১৯, ২৩:৪৮

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থীরা এখনও নিবন্ধন সম্পন্ন  করেতে পারেনি বা আংশিক বাকি রয়েছে তাদের নিবন্ধনের সুযোগ দিচ্ছে সংস্থাটি।

পরীক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে বিলম্ব ফিসহ নিবন্ধন করতে পারবে বলে সোমবার বেফাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের জন্য যে সকল মাদরাসা পরীক্ষার্থীদের নিবন্ধন এখনও করতে পারেননি অথবা আংশিক বাকী রয়ে গেছে। সেসব মাদরাসাসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ২৬/১২/২০১৯ ইং (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত বিশেষ বিবেচনায় ফযীলতসহ নিম্ন স্তরের সব মরহালার পরীক্ষার্থীর বিলম্ব ফিসহ নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, নিবন্ধন ফরম জমা দেয়ার সাথে মাদরাসার মুহতামিম কর্তৃক ভবিষ্যতে এরূপ বিলম্ব আর হবে না মর্মে একটি অঙ্গীকারনামা অবশ্যই জমা নিতে হবে।