আল্লাহর দয়া না থাকলে যতই বাঁধ নির্মাণ করেন কাজে আসবে না: পরিকল্পনা মন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২৭ ২০১৯, ১১:০৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের সবকিছুর মালিক জনগণ। তাদের টাকায় দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের সব টাকার মালিক জনগণ। হাওরের বাঁধ তাদের টাকায় হয়। কাজেই দেশের সবকিছুতেই তাদের অধিকার।

তিনি বলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের। আল্লাহর দয়া না থাকলে যতই বাঁধ নির্মাণ করেন কাজে আসবে না। হাওর রক্ষা বাঁধ উছিলা মাত্র। আমরা চেষ্টা করছি যাতে অকালে হাওরের ফসল ডুবে না যায়। প্রতি বছরই হাওর রক্ষা বাঁধের জন্য অনেক বড় বরাদ্দ দেয় সরকার। কাজেই সেই বরাদ্দের টাকা সঠিকভাবে বাঁধের কাজে লাগাতে হবে। এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বাঁধ নির্মাণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর হাওরের ফসল রক্ষা বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোদাল দিয়ে মাটি কেটে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন নাহার শাম্মী সভাপতিত্বে ও ইউপি সদস্য বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন প্রমুখ।