পদ্মা নদীতে ডুবে কিশোরীর মৃত্যু
Raja Babu
এপ্রিল ০৬ ২০২২, ০৫:৩৬

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে রিয়া খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রিয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি স্কুল পাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
মঙ্গলবার ৫এপ্রিল দুপুরে গ্রামের অন্য মেয়েদের সাথে পদ্মা নদীর গোয়ালডুবি ঘাট এলাকায় গোসল করতে নামে রিয়া। পরে অন্যরা নদী থেকে উঠে আসলেও রিয়া দীর্ঘক্ষন উঠে না আসায়, স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা নদী থেকে রিয়ার মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, একটা মেয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে, রাজশাহী থেকে ডুবরী দল এসে পদ্মা নদী থেকে বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে।