গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে জামায়াতের নগদ অর্থ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৯ ২০১৯, ১২:০৬

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে রাখালিয়াচালা গ্রামে আগুনে ঘড়বাড়ি পোড়া পরিবারের মাঝে নগদ অর্থ, ত্রাণ সামগ্রি ও শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশে জামাতে ইসলামি কালিয়াকৈর পূর্ব ৷
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈরের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ও স্থানীয় জামায়াত নেতৃত্ববৃন্ধ।
এসময় ভাইসচেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, বাংলাদেশ জামায়াতী ইসলামী সব সময় গরীব অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং সবসময় সহযোগিতা করেছে।
তাছাড়াও স্থানীয় জামায়াত নেতৃত্ববৃন্ধ বক্তব্য রাখেন৷ বক্তব্য শেষে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরন করেন।