ব্রাহ্মণবাড়িয়া দারুল উলুম ভাদুঘরের ৩দিন ব্যাপী দস্তারবন্দী শুরু কাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৯, ২২:০১

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর -এর উদ্যোগে ৩ দিন ব্যাপী ৩৩ সালা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ যোহর থেকে মাদ্রাসা সংলগ্ন মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে উপস্থিত থাকবেন, আমীরে হেফাজত আল্লামা শাহ আমদ শফি, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে আল্লামা কামার উদ্দিন, আল্লামা হাবিব রহমান খায়রাবাদী, আল্লামা রাশেদ আজমী উপস্থিত থাকবেন।

এছাড়া আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা নুর হোসেন কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা জুনাইদ আল হাবিবী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের আরো অনেক শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ সম্মেলনে উপস্থিত থাকবেন।

জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর -এর মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, ধর্মপ্রাণ মুসলামানের প্রতি উক্ত ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

বার্তা-
সাঈদ সালমান।
ব্রাহ্মণবাড়িয়া।