জগলুল হায়দারের কবিতা ক্ষোভে মলম পড়ে নাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০২১, ২০:১০

ক্ষোভে মলম পড়ে নাই

জগলুল হায়দার

মুসলমানের অনুভুতি আহত হোক ক্ষতি নাই?
ইস্যুটাকে প্রথম থেকেই হ্যান্ডেল করার মতি নাই!
মিডিয়াতে দুইটা দিনেও সেই ঘটনার ছাপা নাই
মুসলমানের ভাবাবেগের মূল্য কি স্রেফ হাফ আনাই!

ফলে ক্ষোভের বাড়ল গতি তার বুঝি আর সীমা নাই
তাই দমাতে পুলিশ বলে আয় বিজিবির টিম আনাই।
ঘ্যারর ঘ্যারর চললো গুলি ম্যাগজিনে আর গুলি নাই
ক্ষুদ্ধ বহু আমজনতার হঠাৎ মাথার খুলি নাই।

মণ্ডপ আর মন্দির হলো ক্ষোভ আগুনে পুড়ে নাই
অনেক জাগায় উৎসব আর সেই আনন্দ সুরে নাই।
হিন্দুরা খুব কষ্ট পেলো কোথাও কোথাও পূজা নাই
ক্ষোভে মলম না পড়াতেই ঘটলো তা সেই বুঝ আনাই।

বুঝটা যদি আসতো আগে হতো না এই খুশি নাই
ক্ষোভ ম্যানেজের তরিকাটা ক্যান দেমাগে পুষি নাই!?
কোরান নিয়া এমন কাণ্ডে যার অনুতাপ শুচি নাই
সাম্প্রদায়িক সম্প্রীতিতে তার আসলে রুচি নাই।