দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : অধ্যক্ষ ইসহাক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০৩ ২০১৯, ০৬:৫৮

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। দফায় দফায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। সরকার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। পেঁয়াজের বাজারে অস্থিরতা চরম আকার ধারণ করেছে।  এভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বুধবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা  ইসহাক বলেন, লুটপাটের টাকায় ক্লাব পাড়া মদ-জুয়ার আড্ডাখানায় পরিনত হয়েছে। সরকার দলীয় লোকদের বাসা-অফিসে টাকার খনি আবিস্কৃত হচ্ছে। এ তো সাধারণ পর্যায়ের নেতা-কর্মীদের কাছে এ টাকা। বড় বড় রাঘব বোয়ালরা তো এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে।

তিনি বলেন, দেশে দুর্নীতির যে মহামারী চলছে তা প্রকাশ হতে শুরু করেছে। ব্যাংক, বীমা, শেয়ারমার্কেটের অর্থ লুটপাট হয়ে গেছে। সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে।

আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব- শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

একুশে জার্নাল/ইএম