ভোলায় সামাজিক সংগঠন “সরপ” এর কমিটি গঠন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৫ ২০২১, ২২:২১

এবি হান্নান, জেলা প্রতিনিধি ভোলা:

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সব ধরনের সহযোগিতা ও সুবিধা বঞ্চিত শিশুদের আলোয় আলোকিত করার লক্ষ্যে ভোলা সরকার কলেজ শাখার “সরপ” এর নতুন কমিটি ঘোষণা করে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি কলেজ শাখার সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

“সার্বভৌমত্ব রক্ষা পরিষদ” (সরপ) ভোলা সরকারি কলেজ শাখা এর নতুন আহ্বায়ক হলো মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ হাছনাইন আহমেদ, মোঃ তানভীর হোসেইন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম তারেক ও মোহাম্মদ পন্ডিত নাইম এবং সদস্য সচিব, তানভির হোসেন শুভ
ও অন্যান্য সদস্য আশিকুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ মনির।

সরপ সম্বন্ধে:

সার্বভৌমত্ব রক্ষা পরিষদ – সংক্ষেপে “সরপ” হলো
একটি স্বেচ্ছাসেবী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সংস্থা।

“সরপ” একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে অধ্যাদেশ মোতাবেক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কাজ করবে। এছাড়া সংস্থাটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুড় লক্ষ্যে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির আর্থ-সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও উন্নয়নসহ বহুমুখী স্বকর্মসংস্থানমূলক কর্মসূচী গ্রহন করবে।

আহ্বায়ক মিজানুর রহমান বলেন, এটি একটি সামাজিক ও অরাজনৈতিক একটি সংগঠন। আমরা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষকে সব ধরনের সহযোগিতা করবো।

সর্বশেষে “সার্বভৌমত্ব রক্ষা পরিষদ-সরপ” সংগঠনের প্রতিষ্ঠাতা, মোঃ আবু সায়েম মিয়া,
নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির সকলকেই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা জানিয়েছেন।