বালাগঞ্জে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০২ ২০২০, ১৮:০৮

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে সালিশ বৈঠক চলাকালে আনজব উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপণ করতে যান আনজব উল্লাহসহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশী থাকায় তারা ধান রোপণে অনীহা প্রকাশ করেন, কিন্তু আহমদ মেম্বার তাদেরকে ধান রোপণ করতে জোর করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারালো ছুরি দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে এডিশনাল এসপি সাইফুল ইসলাম সার ও আমি পরিদর্শন করেছি রিপোর্ট লেখা অবস্থায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।