ভারতে নাকরিকত্ব বিল: বিক্ষোভ ঠেকাতে হিন্দুদের পথে নামাচ্ছে বিজেপি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০১৯, ১২:১১

ভারতে মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারত। ইতোমধ্যে আসাম, ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে পথে নেমে এসেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া দিল্লি ও উত্তর প্রদেশের ছাত্ররাও বিক্ষোভ করেছে। এদিকে, এই বিক্ষোভ ঠেকাতে হিন্দুদের পথে নামাতে পরিকল্পনা করছে বিজেপি।

অন্যদিকে, গত কয়েকদিন ধরেই এই আইনের বিরোধিতায় বিক্ষোভ হচ্ছে দেশের নানা প্রান্তে। যাঁদের না কি ‘পোশাক’ দেখেই চিনে ফেলছেন মোদি-শাহ। অর্থাৎ, বিজেপির শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত, সংখ্যালঘু মুসলিমরাই  তাণ্ডব চালাচ্ছেন। এর পাল্টা কৌশল কী হতে পারে? হিন্দুদের পথে নামানো। এবারে সেই পথেই হাঁটতে চাইছে বিজেপি।

বিজেপির তথ্যপ্রযুক্তি মোর্চার প্রধান অমিত মালব্য। আজ সকালে অনেকটা ‘তোমাকে চাই’ গোছের টুইট করলেন, ‘বিরোধী দল, পাকিস্তান, সংবাদমাধ্যম, বিশিষ্টজন, অপরাধী, দুর্নীতিগ্রস্ত, সকলে মোদির বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষ আপনার পাশে। কারণ, আপনাকে চাই।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা